কোঁচদাদের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে
কলকাতা টাইমস :
চর্মরোগও যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তার প্রমাণ ‘কোঁচদাদ’ নামে এক ধরনের চর্মরোগ। এ দাদে আক্রান্ত হলে তা নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। এমনকি এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
সাম্প্রতিক এক গবেষণায় ‘কোঁচদাদ’ আক্রান্তদের এ বাড়তি ঝুঁকির বিষয়টি জানা গেছে। এ রোগটিতে আক্রান্ত হলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। হার্পস জোস্টার ভাইরাসে এ রোগটি হয়।
‘কোঁচদাদ’ আক্রান্ত ব্যক্তিদের রোগ নির্ণয়ের পর প্রথম কয়েক সপ্তাহেই স্ট্রোকের ঝুঁকি ২.৪ গুণ বাড়ে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ১.৭ গুণ। বাড়তি এ ঝুঁকির পেছনে গবেষকরা জানাচ্ছেন, রোগটির পেছনে দায়ী ভাইরাসটিই এ বাড়তি ঝুঁকি তৈরি করে। গবেষকরা বলছেন, এ রোগে আক্রান্তদের অনেকেই হৃদরোগে মারা যাওয়ায় এ রোগটির কারণ ও প্রতিকার জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে গবেষণাটি করেছেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর গবেষক ক্যারোলিন মিনাসিয়ান। তিনি গবেষণাপত্রটিরও প্রধান লেখক। ক্যারোলিন বলেন, ‘আমাদের গবেষণায় এটা জানা গেছে যে, ‘কোঁচদাদ’ আক্রান্ত রোগীরা কোন সময় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সবচেয়ে ঝুঁকিতে থাকেন।’
এ গবেষণায় দেখা গেছে, ‘কোঁচদাদ’ আক্রমণ করার প্রথম তিন মাসে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
মিনেসিয়ান বলেন, ‘এ ঝুঁকি রোগটি নির্ণয়ের পর প্রথম সপ্তাহেই সবচেয়ে বেশি থাকে এবং পরবর্তী ছয় মাসে ধীরে ধীরে তা স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে।’
এর আগের গবেষণাতেও ‘কোঁচদাদ’ রোগটির স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি জানা গিয়েছিল। কিন্তু তা যে এতখানি ঝুঁকি সৃষ্টি করে সে বিষয়টি স্পষ্ট ছিল না।
‘কোঁচদাদ’ রোগটির এসব মারাত্মক প্রতিক্রিয়া লিপিবদ্ধ করা হয়েছে প্লস মেডিসিন জার্নালের ১৫ ডিসেম্বর সংখ্যায়।