এটা খেলা, নাকি সিনেমা? -মারাদোনা
কলকাতা টাইমসঃ
ফিফার প্রতিনিধি হয়েই রাশিয়া বিশ্বকাপে ঘুরে বেড়িয়েছেন তিনি। তার পেছনে প্রতিদিন ১০ হাজার পাউন্ড ব্যয় করছে ফিফা! সেই ফুটবল ঈশ্বর দিয়াগো মারাদোনা এবার ব্যাপক ক্ষুব্ধ হলেন আর্জেন্টিনা ফ্যাটবল দলের ওপর। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৮৬র বিশ্বকাপজয়ী মারাদোনার উত্তরসূরীরা। এতদিন তিনি আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির পাশেই ছিলেন। তবে শনিবার রাতে ফরাসি বিপ্লবের পর যেন বিস্ফোরণ ঘটল মারাদোনার রাগের।
ভীষণ ক্ষিপ্ত হয়ে ফুটবল ঈশ্বর বলেছেন, ‘এখানে মাঠে খেলার বদলে আমরা যেন সিনেমার শুটিং করতে এসেছিলাম! শেষ পর্যন্ত আমরা দেখলাম যে, নিজেদের মৃত্যুর ঘোষণা নিজেরাই লিখে ফেলেছি। এটা সত্যি এই কারণে যে আর্জেন্টিনা অসতর্কতার সাথে ফ্রান্সকে আক্রমণ করতে গিয়ে নিজেরাই বিপদ ডেকে এনেছে। ডিফেন্স বলে কিছু ছিল না। এমবাপেকে আরো জায়গা করে দিয়েছে। ও (এমবাপে) ক্যানিজিয়ার শুরুর সময়ের মতো গতিময়। আক্রমণ কিভাবে করতে হয় তাই আমরা বুঝছিলাম না।’
এরপর সাম্পাওলির নাম উচ্চারণ না করেই তাকে একহাত নেন তিনি। আর্জেন্টাইন কোচের পরিকল্পনাকে ‘বাজে’ উল্লেখ করে। মারাদোনা বলেন, ‘খুব খারাপ লাগছে এই কারণে যে আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনা ধারাবাহিক ভাবে বাজে খেললো। যদিও তা আগেই বোঝা গিয়েছিল দলের ফর্মেশন দেখে। আমরা দেখলাম পাভন, মেসি ও ডি মারিয়াকে দিয়ে ফ্রান্সের ডিফেন্সে আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক তারা খেলা তৈরি করতে জানে কিন্তু মোটেও তারা ফরোয়ার্ড না।’
এমনিতেই আর্জন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে দুচোখে দেখতে পারেন না ফুটবল ঈশ্বর। সুযোগে পেলেই তাকে একহাত নেন তিনি। ক্রোয়েশিয়ার কাছে গ্রুপপর্বের ম্যাচে হারের পর কোচের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় মেসিদের। সেই দ্বন্দ্ব এখনও থামেনি। এই অবস্থায় মেসিদের তাতিয়ে দিতে বিশ্বকাপে অনুশীলনেও যেতে চেয়েছিলেন মারাদোনা। কিন্তু অনুমতির দেননি আর্জন্টাইন ফুটবল ফেডারেশন এবং কোচ সাম্পাওলি। সব মিলিয়ে ম্যারাডোনা মনে করছেন, সাম্পাওলির কারণেই এবারে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার এমন করুণ বিদায়!