January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ওহ্‌, এই কার্পেটে এমন তো হবেই!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ফগানিস্তানের রয়েছে কার্পেট নির্মাণের ঐতিহ্যবাহী শিল্প। বহু আগে থেকেই দেশটিতে কার্পেট ব্যবহারের চল রয়েছে। অতীতে কার্পেটের ডিজাইনে বহু ধরনের বিষয় উঠে আসলেও বাস্তবে এখন তা রীতিমতো পাল্টে গেছে।

আফগান কার্পেটের একটি বিখ্যাত বাজার সাদার। সেখানেই রয়েছে থরে থরে সাজানো কার্পেট, যেগুলোর ডিজাইনে রয়েছে ট্যাংক, মেশিন গান, রাইফেল ও ফাইটার প্লেন। কার্পেটের এমন ডিজাইনের কারণ তখনই বোঝা যায়, ‘ওহ্‌, এটা তো একটা আফগান কার্পেট, এমন তো হবেই!’

সেখানেই কার্পেটের একটু খোঁজ নিতে দোকানি ভেতরে নিয়ে যান। বিভিন্ন ডিজাইনের ও আকারের কার্পেট রয়েছে সেখানে। আফগানদের হাতে তৈরি কার্পেটগুলোতে রয়েছে বিশ্বের মানচিত্র ও পতাকা। দেখা গেল, টুইন টাওয়ারও, যা আল কায়েদার আক্রমণে ধ্বংস হয়ে গেছে। তবে তা আঁকা হয়েছে আফগানদের দৃষ্টিকোণ থেকেই।

কার্পেটের দোকানের মালিক কুদরতউল্লাহ জানান, তিনি বেলুচিস্তান, কাশ্মির, ইরান, বুখারা ও উজবেকিস্তান থেকেও কার্পেট আমদানি করেন। তবে আফগান কার্পেটই বেশি। আফগান কার্পেটগুলো ভেড়া ও ছাগলের লোম থেকে তৈরি। প্রকৃতপক্ষেই প্রাকৃতিক ও পরিচ্ছন্ন বলে দাবি করেন তিনি।

কিন্তু কেন আফগানদের কার্পেটের ডিজাইন এমন অদ্ভুত? এ প্রশ্ন করতে তরুণ এক দোকানি বলেন, আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে যুদ্ধ। আর এ যুদ্ধের প্রভাব পড়েছে আফগানদের মনোজগতেও- যা উঠে এসেছে কার্পেটেও। ফলে কার্পেটের ডিজাইনেও তারা যুদ্ধাস্ত্র নিয়ে আসছেন।

Related Posts

Leave a Reply