কিম ‘বেচে’ ফিরতেই বোন নিখোঁজ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
এ যেন লুকোচুরির খেলা। কয়েকদিন আগে মৃত্যু গুঞ্জন উড়িয়ে জনসম্মুখে এসেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবার প্রকাশ্যে দেখা যাচ্ছে না কিমের বোন ইয়ো জংকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, গত ২৭ জুলাই তাকে সর্বশেষ দেখা যায় তার ভাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশে।
বলা হচ্ছে, দুই কোরিয়ার যুদ্ধের ৬৭তম বার্ষিকী উপলক্ষে কিম যখন ভাষণ দেন সর্বশেষ তার বোনকে তখন তার পাশে দেখা যায়। ইয়ো জং চান না সবাই তাকে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখুক। সে জন্য হয়তো তিনি পারতপক্ষে প্রকাশ্যে আসছেন না।
এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও পশ্চিমা মিডিয়াগুলো কিমের অসুস্থতার খবর প্রচার করে বলে তিনি কোমায় আছেন। এরপর তাকে পলিটব্যুরোর সভায় সভাপতিত্ব করতে দেখা যাচ্ছে এমন ছবি প্রচার করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএন।
সর্বশেষ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বৈঠকেও ইয়ো জং ছিলেন না। এ বছর কিমের অনুপস্থিতি নিয়ে অন্তত চারবার খবর প্রকাশ হয়। এমনকি এ খবরও প্রকাশ করা হয় হার্ট সার্জারির পর কিম খুবই অসুস্থ হয়ে পড়েছেন।