কেকেআর অধিনায়ক কি এবার অজি তারকা ক্রিস লিন ?
নিউজ ডেস্কঃ
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব উঠছে কার হাতে- এ নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। গৌতম গম্ভীরের পর দলের হাল ধরতে আগ্রহী অনেকেই। তবে কেকেআর এর প্রধান কোচ জ্যাক ক্যালিসের ইঙ্গিত, অধিনায়ক হতে পারেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিস লিন।
নেতা হওয়ার দৌড়ে ছিলেন কেকেআর-এ গম্ভীরের ওপেনিং পার্টনার রবিন উত্থাপ্পাও। দিন কয়েক আগেও উত্থাপ্পা বলেছিলেন, কেকেআর যদি নেতৃত্বের দায়িত্ব তাকে দেয়, তাহলে তিনি তা গ্রাহণ করতে প্রস্তুত। মানসিকভাবেও নাকি তিনি তৈরি ছিলেন। ক্যালিসের পছন্দ অবশ্য লিন।
এ ব্যাপারে অজি-তারকা লিন ক্রিকেটডটকমডটএইউ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমি কেকেআর-কে নেতৃত্ব দিতে চাই। সুযোগ পেলে আমি ঝাঁপিয়ে পড়ব।’’ এবারের কেকেআর দল সম্পর্কে লিন বলেছেন, ‘‘এবারের দলটা আমাদের বেশ ভালো। কেকেআর-এর কোচিং স্টাফ, সাইমন কাটিচ, জ্যাক ক্যালিস, হিথ স্ট্রিক রয়েছেন। দলটার সঙ্গে আমি সহজেই মিশে যেতে পারব।’’