শেয়ার বাজারে নথিভুক্তির প্রথম দিনেই ‘জ্যাক মা’ সংগ্রহ সাড়ে ৪ হাজার কোটি ডলার !
কলকাতা টাইমসঃ
শেয়ার বাজারে নথিভুক্ত হয়ে একদিনে রেকর্ড সংখ্যক মূলধন জোগাড় করে ইতিহাসে গড়লেন চীনা বিজনেস টাইফুন জ্যাক মা। এর আগে এতো বিপুল পরিমান মূলধন মাত্র একদিনে জোগাড় করতে পারেনি বিশ্বের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান। জানা যাচ্ছে, জ্যাক মা’র অনলাইন ব্যাঙ্কিং সংস্থা ‘অ্যান্ট গ্রুপ’ এই অনন্য জজির গড়েছে।
গতকাল অর্থাৎ সোমবার চীনের এই প্রতিষ্ঠানটি একইসঙ্গে হংকং এবং সাংহাইয়ের শেয়ার বাজারে নিবন্ধিকৃত হয়। ওই দিনই মোট ৩,৪১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করতে সক্ষম হয় জ্যাক মা’র সংস্থা। যা বিশ্বের শেয়ার মার্কেটের ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ।