February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

জ্যাকলিন ফার্নান্ডেজের চোখের ক্ষত কোনোদিনই সারবে না !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান ও জ্যাকলিন ফার্নান্ডেজের ‘রেস থ্রি’ ছবিটি। রেমো ডি’সুজা পরিচালিত ছবিটিতে বজরঙ্গি ভাইজানের বিপরীতে দেখা যাবে জ্যাকলিনকে। কিন্তু ছবি মুক্তির আগে বড় দুঃসংবাদের খবর শোনালেন অভিনেত্রী। সারাজীবন তাঁকে চোখের ক্ষত বয়ে বেড়াতে হবে।

জানা যায়, ‘রেস থ্রি’ ছবির শেষ ভাগের শুটিংয়ের জন্য কিছুদিন আগে আবুধাবিতে গিয়েছিলেন জ্যাকলিন। সেখানেই স্কোয়াশ খেলার সময় একটি বল এসে পড়ে এই সুন্দরীর চোখে। সঙ্গে সঙ্গে তার চোখ থেকে রক্ত ঝরতে থাকে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। এবার সেই চোটের কারণে সারাজীবন চোখের সমস্যায় ভুগতে হবে জ্যাকুলিনকে। দীর্ঘ পরীক্ষার পর সম্প্রতি এমনটাই জানিয়েছেন তার চিকিৎসকরা।

এদিকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জ্যাকলিন লিখেছেন, ‘এটি স্থায়ী ক্ষত। আমার চোখের মণি আর কোনোদিনও স্বাভাবিক হবে না। কিন্তু এটি জানতে পেরে নিশ্চিন্ত যে, আমি সবকিছু দেখতে পাবো।’ প্রসঙ্গত, বর্তমানে ‘রেস থ্রি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি। এতে জ্যাকলিন-সালমান ছাড়াও অনিল কাপুর, ববি দেওল ও ডেইজি শাহ অভিনয় করেছেন।

Related Posts

Leave a Reply