মাত্র ২৫-৩০ বছরের মধ্যেই সলিল সমাধি ঘটবে জাকার্তার!
কলকাতা টাইমসঃ
আর মাত্র ২৫-৩০ বছরের মধ্যেই সলিল সমাধি ঘটবে জাকার্তার! তেমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। আর এর সবটাই ঘটবে বিশ্ব উস্নায়নের প্রভাবে। অতি দ্রুত গলছে দুই মেরুর বরফ। বাড়ছে সমুদ্রের জলস্তর। শুধু জাকারর্তাই নয় সমুদ্রের পার ঘেঁষা বহু শহর, রাজ্য, দেশ স্রেফ ভ্যানিস হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। প্রথম নিশ্চিন্ন হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
বিস্তর চেষ্টা হয়েছে শহরটিকে বাঁচাতে। রাস্তাঘাট উঁচু করা থেকে শুরু করে উপকূল বরাবর বিশাল বাঁধ। কিন্তু, সবটাই বৃথা চেষ্টা। এমতাবস্থায় দেশের রাজধানী স্থানান্তর করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোডো এক টুইট বার্তায় জানান, আমাদের দেশের রাজধানী বোর্নিও দ্বীপে স্থানান্তরিত করা হবে।