জামাল খাশোগিকে অনন্য সন্মান ‘দ্য গোল্ডেন পেন অব ফ্রিডম’

কলকাতা টাইমসঃ
‘দ্য গোল্ডেন পেন অব ফ্রিডম’ পুরস্কারে ভূষিত হলেন নিহত সাংবাদিক জামাল খাশোগি। সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্স -এর তরফ থেকে প্রদান করা হয় এই অনন্য সন্মান।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ৭১তম ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস চলাকালীন গতকাল ১ জুন সংবাদপত্রের স্বাধীনতার কথা মাথায় রেখে বার্ষিক এই পুরস্কার প্রদান করা হয়। খাশোগির পরিবারের পক্ষ থেকে সৌদি সাংবাদিক শাফা আল আহমেদ এই সন্মান গ্রহণ করেন। পুরস্কারটি তার হাতে তুলে দেন ওয়ার্ল্ড এডিটরস ফোরামের প্রেসিডেন্ট ডেভ ক্যালাওয়ের কাছ থেকে গ্রহণ করেন।