জেমস বন্ড এবং রোনাল্ডো !
কলকাতা টাইমসঃ
রোনাল্ডো আর জেমস বন্ড! এবার বোধহয় দুটোই সমার্থক হবে। কারণ ০০৭ না হোক ৭০০ তম গোলের এক অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ম্যাচে লুক্সেমবার্গের বিরুদ্ধে একটি গোল করলেই ৭০০তম গোলের মালিক হবেন তিনি।
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৯৭২ ম্যাচে রোনাল্ডোর মোট গোল ৬৯৯টি। এর মধ্যে ১২টি প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৭টি ম্যাচেই গোল করেছেন তিনি। প্রতি ১১২ মিনিটে একটি করে গোল পেয়েছেন তিনি। স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে তার গোলসংখ্যা ৩১টি, ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮, রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ এবং জুভেন্টাসের হয়ে ৩২টি গোল করেছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর প্রিয় প্রতিপক্ষ সুইডেন, লাটভিয়া, অ্যান্ডোরা এবং আর্মেনিয়া। এই দলগুলোর প্রতিটির বিপক্ষে ৫টি করে গোল আছে তার। আর ক্লাবের ক্ষেত্রে এগিয়ে সেভিয়া (২৭), অ্যাতলেতিকো মাদ্রিদ (২৫), গেতাফে (২৩), সেল্টা ভিগো (২০) এবং বার্সেলোনা (১৮)।