বিশ্বর সেরা পাসপোর্টের তকমা যৌথভাবে ছিনিয়ে নিলো জাপান এবং সিঙ্গাপুর
কলকাতা টাইমসঃ
বিশ্বর সেরা পাসপোর্টের তকমা যৌথভাবে ছিনিয়ে নিলো জাপান এবং সিঙ্গাপুর। এই নিয়ে একটানা দু’বার এই শিরোপা পেলো দুই দেশ। এই দুই দেশের নাগরিকরা কোনোরকম ভিসা ছাড়াই বিশ্বের ১৮৯ টি দেশে ভ্রমণ করতে পারেন। এখানকার নাগরিকরা বিশেষ মর্যাদা পান তাবড় বিশ্বের কাছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গ। চার নম্বরে ফ্রান্স, স্পেন ও সুইডেন। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ড। তালিকায় একদম শেষে স্থান পেয়েছে আফগানিস্থান। লন্ডনে অবস্থিত ‘হেনলি অ্যান্ড পার্টনারস’ গত মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে।