November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা সফর

১৯০ টি দেশে ভিসাহীন অবাধ প্রবেশের অধিকার পেলো জাপান!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৯০ টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে জাপানি পাসপোর্টধারীরা। তাই এই পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থান দখল করে নিলো।

মায়ানমার সরকার চলতি মাসে জাপানকে ভিসা ছাড়া তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়। এর পরই মোট ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে জাপানি নাগরিকরা। শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। তারা জাপানের চেয়ে মাত্র একটি দেশ পিছিয়ে রয়েছে। এই বছরের শুরুতে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল জার্মানি। ভিসা ছাড়া ১৮৮ টি দেশে প্রবেশাধিকার ছিল তাদের। কিন্তু বর্তমানে তাঁদের অবস্থান তৃতীয়। জার্মানির সাথে একই অবস্থানে রয়েছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আমেরিকা ও ইংল্যান্ড। এই দুটি দেশের মানুষ ভিসা ছাড়া বিশ্বের ১৮৬ টি দেশে ভ্রমণ করতে পারে। চলতি বছরে নতুন কোনও দেশে ভিসাহীন প্রবেশাধিকার পায়নি তারা। অন্যদিকে সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে আফগানিস্তান ও ইরাক। এই দুটি পাসপোর্ট দিয়ে মাত্র ৩০ টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়।

 

Related Posts

Leave a Reply