চরম আর্থিক সংকটে জাপান: জিডিপি নামলো ৩ শতাংশে
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের প্রকোপে চরম অর্থনৈতিক মন্দার মুখে এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান। করোনার বিরুদ্ধে যুঝতে জাপান কখনোই লকডাউনের পথে হাঁটেনি। যদিও এপ্রিল মাসে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেখানে। যার ফলে মুখ থুবড়ে পরে জাপানের বৈদেশিক বাণিজ্য। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী দিনেও খুব ইতিবাচক কিছু আশার আলো দেখতে পাচ্ছেন না সেদেশের অর্থনীতিবিদরা।
এই বছরের প্রথম ত্রৈমাসিকে জাপানের জিডিপি নেমে আসে ৩.৪ শতাংশে। যেখানে গত বছরের শেষ তিন মাসের জিডিপি ছিল ৬.৪ শতাংশ। এবছরের পরের তিন মাস অর্থাত এপ্রিল থেকে জুন মাসে দেশের অর্থনৈতিক দুরবস্থা ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।