মার্কিনি চাপের কাছে নতিস্বীকার করে ইরান থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে জাপান
কলকাতা টাইমসঃ
মার্কিনি চাপের কাছে নতিস্বীকার করে ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিলো জাপানের প্রধান ব্যবসায়ীরা। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জাপানের তেল কোম্পানিগুলো ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ঘাটতি পূরণের জন্য তারা অন্য দেশগুলো থেকে আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর থেকে ইরান থেকে আর তেল আমদানি করবে না জাপান। সেদেশের বাণিজ্য মন্ত্রকের এক কর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অপরিশোধিত তেল আমদানি না করার বিষয়টির ওপর জোর দেওয়া হয়। জাপানের তেল কোম্পানি মালিকদের সংগঠনের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, আমরা আগে থেকেই বলে আসছি, সরকারের সিদ্ধান্তের ওপর আমরা পর্যবেক্ষণ করবো। এর বেশি কোনো মন্তব্য করতে পারবো না।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ২০১৫ সালে করা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি থেকে বেরিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোকে রীতিমতন হুমকি দিতে শুরু করেন তিনি। বলা হয়, নভেম্বরের পর ইরানের অপরিশোধিত তেল বিক্রির পরিমান শুনিতে নামিয়ে আনবে আমেরিকা।