চীনকে কড়া বার্তা: সামরিক খাতে মাত্র ১ বছরে ১.০৩ ট্রিলিয়ন ডলার খরচ করবে জাপান !
কলকাতা টাইমসঃ
লক্ষ্য চীন। সামরিক খাতে বিপুল পরিমান অর্থ বরাদ্যের সিদ্ধান্ত নিলো জাপান। বিশেষজ্ঞদের ধারণা প্রধানত চীনকে মোকাবেলার কারণেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে এশিয়া মহাদেশের এই দেশ। জাপানের মুখ্য সচিব কাতসুনোবু কাতো জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার উদ্যেশ্যে কাজ করছি।
সেদেশের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার মন্ত্রিসভা আজ অর্থাৎ সোমবার এই বাজেট অনুমোদন করে। প্রসঙ্গত, গত ৯ বছর ধরেই তাদের প্রতিরক্ষা বাজেটের পরিমান ক্রমাগত বাড়িয়ে চলেছে জাপান। আগামী আথিক বছরের জন্য সামরিক খাতে ১.০৩ ট্রিলিয়ন ডলার বরাদ্য করেছে জাপান।