বিশ্বের সবচেয়ে খতরনাক ব্রিজের তকমা রয়েছে এই সেতুটির গায়ে
কলকাতা টাইমসঃ
রোলার কোস্টারে চেপেছেন কখনো? অ্যামিউজমেন্ট পার্কে রোলার কোস্টারে চেপে বসলেই আতঙ্কে হাত-পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এটা রোলার কোস্টার নয়। এটা আসলে একটা সেতু। জাপানের এশিমা ওহাসি সেতু। বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে। সেতুটিকে দেখতে একদম রোলার কোস্টারের মতোন। বিশ্বের সবচেয়ে খাড়াই সেতুগুলোর মধ্যেও এটি পড়ে।
জাপানের লেক নাকাওমি নদীর উপর তৈরি এই সেতুটি সাকাইমিনাতো ও মাৎসু শহরকে যুক্ত করেছে। সুউচ্চ এই সেতুটিতে উঠতে হয় যেমন ধীর গতিতে, তেমনই নামতেও হয় অত্যন্ত সাবধানে। সেতুটি এতটাই খাড়াই যে, চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন ৪৪ মিটার উঁচু এই সেতু পার হওয়ার সময়। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রিজিড ফ্রেম সেতু। তবে সেতুটি মাত্র ১.৪৪ কিমি লম্বা, প্রস্থ ১১.৩ মিটার।
টেলি লেন্স দিয়ে ছবি তুলে খুব কাছ থেকে দেখলে আরও ভয়ানক দেখায় সেতুটিকে। প্রতি দিনের যাতায়াতের জন্যই নির্মিত এটি। একে পর্বতাকৃতি সেতুও বলা হয়। খাড়াই সেতুটি নিয়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের উৎসাহও রয়েছে।