কাঞ্চনমূল্যে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন যশপ্রিত বুমরাহ
কলকাতা টাইমসঃ
নিজের কাঞ্চনমূল্যে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন যশপ্রিত বুমরাহ। এই ২০২০-তে ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি বোর্ডের কাছ থেকে রোজগার করেছেন মোট ১.৩৮ কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় টেস্ট থেকেই পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন কোহলি। ২০২০ সালে বুমরাহ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ৮টি টি-২০ ম্যাচ। বিসিসিআই বার্ষিক চুক্তি ছাড়াও ক্রিকেটারদের ম্যাচ ফি বাবদ প্রতিটি টেস্ট ম্যাচে ১৫ লাখ, ওয়ানডে ম্যাচে ৬ লাখ এবং টি-২০ ম্যাচে ৩ লাখ।
ম্যাচ ফি বাবদ এই বছরে বিরাট কোহলি রোজগার করেছেন ১.২৯ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। চলতি বছরে ২টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। তার মোট আয় ৯৬ লক্ষ টাকা।এছাড়াও চুক্তি বাবদ বোর্ডের কাছ থেকে বছরে ৭ কোটি টাকা পেয়ে থাকেন কোহলি, রোহিত এবং বুমরাহ।