February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

ইমরানকে হুমকি মিয়াঁদাদের: পেছনে দাউদ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সোশ্যাল মিডিয়ায় ইমরান খানকে হুংকার দাউদ ঘনিষ্ট বলে পরিচিত, একসময় ইমরানের সতীর্থ জাভেদ মিয়াঁদাদের। পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়কের দাবি, ক্রিকেটের বাইশ গজের মতন রাজনীতির ময়দানেও ইমরানকে হেলায় হারাতে পারেন তিনি। ইউটিউবে দেওয়া এই বার্তায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানজুড়ে।

পাকিস্তানের একটা বড়ো অংশের মানুষ মনে করছেন, তবে কি পালা বদলের ইঙ্গিত দিচ্ছে এই বার্তা। সেদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে খোলামেলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাকিস্তানের রাজনীতিতে যথেষ্ট ঢেউ তুলেছেন সেদেশের অন্যতম প্রভাবশালী এই বেক্তি।

বিশ্বের আন্ডারওয়ার্ল্ড ত্রাস দাউদ ইব্রাহিমের সবচেয়ে ঘনিষ্ট পাকিস্তানী আত্বীয় বলে মানা হয় তাকে। যে দাউদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেদেশের গোয়েন্দা সংস্থা আইএসআই। বলা হয় তাদের ছত্রছায়ায় নিশ্চিন্তে বেঁচে বর্তে আছেন এই মাফিয়া। যার বলে বলীয়ান হয়েই মিয়াঁদাদের এই হুংকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

Leave a Reply