জেফ বেজোসের জাহাজ যাবে: তাই ভেঙে ফেলা হবে ১৪৪ বছরের প্রাচীন সেতু !
কলকাতা টাইমসঃ
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী অ্যামাজন কর্তা জেফ বেজোসের জাহাজ যাবে, তাই ভেঙে ফেলা হবে ১৪৪ বছরের প্রাচীন সেতু! নেদারল্যান্ডে অবস্থিত কোনিংশেভেন নামে ওই ঐতিহাসিক সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এটি নির্মাণ করা হয়েছিল। ২০১৭ সালেই প্রচুর টাকা খরচ করে ব্রিজের সংস্কার করা হয়। স্থানীয়দের কাছে ব্রিজটি ‘ডি হেফ’ নামে পরিচিত।
জানা যাচ্ছে, জেফ বেজোসের ৪৩০ মিলিয়ন ইউরোর জাহাজটি রটারডামের কাছে আলব্লাসারডামের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। কিন্তু ব্রিজের কারণে জাহাজটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। তাই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কাঠামো সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে। তবে বেজোসের জাহাজ বেরিয়ে গেলে সেটি আবার পুনর্নিমাণ করা হবে বলে খবর।