জেট এয়ারওয়েজের যাত্রীরা সুরক্ষিত তো ? উঠছে প্রশ্ন
কলকাতা টাইমসঃ
আমরা যখন পাইলটের আসনে বসি তখন সমস্ত মানসিক যন্ত্রণা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু দিনের শেষে আমরাও মানুষ। দূরে সরাতে চাইলেও যন্ত্রণার অনুভূতি দূরে যায় না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুকে লেখা চিঠিতে একথাই জানিয়েছেন তীব্র অর্থ সংকটে ভুগতে থাকা জেট এয়ারওয়েজের পাইলট করণ চোপড়া।
বোয়িং ৭৭৭ বিমানে এই পেশায় দু’দশক ধরে আছেন করণ চোপড়া। গত চার মাসেরও বেশি সময় বেতন হয়নি তার। দেশের অন্যতম জনপ্রিয় এই উড়ান সংস্থার আর্থিক সংকট কেন্দ্রীয় সরকারকে প্রবল চিন্তায় ফেলেছে। এই অবস্থায় জেটের কর্মী সংগঠনের এই নেতা জানাচ্ছেন, ‘পাইলটদের মধ্যে যে মানসিক চাপ তৈরি হয়েছে তা যাত্রী নিরাপত্তার জন্য বেশ ঝুঁকির।’