বাড়িতে শৌচাগার না থাকার মাসুল, জ্যান্ত সমাধি হলেন ৩ মহিলা
কলকাতা টাইমস :
বাড়িতে শৌচাগার না থাকার মাসুল গুনতে হল ৩ মহিলাকে। প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরিয়েছিলেন মহিলা। ঠিক সেই সময়ই আচমকা বসে গেল মাটি, ভূগর্ভে তলিয়ে যেতে শুরু করলেন তিনি। তাঁর চিৎকারে বাঁচাতে ছুটে এসেছিলেন আরও দুই মহিলা। কিন্তু তাঁকে বাচানো তো দূর, উল্টে ধসে যাওয়া মাটির ভিতর তলিয়ে গেলেন বাকি দুজনও। জীবন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনেরই।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে । মৃত তিন মহিলা হলেন পার্লা দেবী, ঠানডি দেবী এবং মাণ্ডব দেবী। ৩ জনেরই বাড়ি গন্ডুডি কয়লাখনির কুলহি এলাকায়। কয়লাখনি এলাকা হওয়ায় মাটির নীচে কাজ চলার কারণে এমনিতেই ওই এলাকায় ভূমিধসের প্রবণতা রয়েছে। মাঝেমধ্যেই আগুন লেগে যাওয়ারও খবর পাওয়া যায়।
এদিন যখন ওই মহিলারা শৌচকর্ম করার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন সেই সময় বিকট আওয়াজ করে ধস নামে আচমকাই। তাতেই তলিয়ে যান ওই ৩ মহিলা । প্রবল আওয়াজ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। কিন্তু চোখের সামনে তিনজনকে তলিয়ে যেতে দেখেও বাঁচাতে পারেননি তাঁরা।