অস্কারের মঞ্চে সের অভিনেতা জোয়াকিন ফোনিক্স
কলকাতা টাইমসঃ
অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন জোয়াকিন ফোনিক্স। ‘জোকার’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে এই পুরস্কার পান তিনি। এই পুরস্কারের জন্য এবার মনোনয়ন পেয়েছিলেন ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড ছবির নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও, ম্যারেজ স্টোরি ছবির অ্যাডাম ড্রাইভার, দ্য টু পোপস ছবির জোনাথন প্রাইস এবং পেইন অ্যান্ড গ্লোরি ছবির অ্যান্তোনিও বান্দেরাস।
এদিন মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিলো অস্কারের আসর। এই পুরস্কারের ৯২ তম আসর এটি। সেখানেই পুরস্কার তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে।