ক্রমাগত ৩-০ শুনতে থাকায় সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন হোসে মরিনহো
কলকাতা টাইমসঃ
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে ইংলিশ জায়ান্টরা। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের তীব্র সমালোচনা শুরু হয়ে গেছে ইউনাইটেড কোচ হোসে মরিনহোকে নিয়ে। নিজেদের শেষ ম্যাচে টটেনহামের কাছে ৩-০ গোলে হারের পর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মরিনহো। ক্ষিপ্ত হয়ে মেজাজও হারালেন তিনি।
এদিন ঘরের মাঠে টটেনহামের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে ম্যাচের ফলটা বারবার মরিনহোকে মনে করিয়ে দিচ্ছিলেন সাংবাদিকরা। মরিনহো তখন মেজাজ হারিয়ে বলেন, ‘আপনারা বলুন তো ম্যাচের ফলাফল কী? ৩-০, ৩-০। জানেন ৩-০ মানে কী? আমরা ৩ গোল খেয়েছি। কিন্তু এর অর্থ আমি তিনটে লিগ শিরোপাও জিতেছি, যা লিগের বাকি ১৯ জন কোচের থেকে বেশি। আমি একাই তিনটে জিতেছি, তারা সর্বোচ্চ দুটি। সম্মান! সম্মান! সম্মান দিতে শিখুন।’ এরপরই হুট করে সাংবাদিক সম্মেলন ছেড়ে চলে যান মরিনহো।
উল্লেখ্য, জয় দিয়ে এবারের লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে টানা হারল ইউনাইটেড। ১৯৯২-৯৩ মরসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের ঘটনাও তার ক্যারিয়ারে এটাই প্রথম।