November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পরমাণু কেন্দ্র ধ্বংসের প্রক্রিয়া দেখতে বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা পৌঁছলো উত্তর কোরিয়ায় 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

শেষ মুহূর্তে দক্ষিণ কোরীয় সাংবাদিকদের উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের ধ্বংসাবশেষ দেখার অনুমতি দিলো পিয়ংইয়ং। চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গিরি কমপ্লেক্সটি সম্পূর্ণ ধ্বংস করে দেবে বলে কথা দিয়েছিলো। এটি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় অবস্থিত। উত্তর কোরিয়া জানিয়েছে, আবহাওয়ার ওপর নির্ভর করে বুধবার ও শুক্রবারের মধ্যে কোনো একদিন পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করা হবে।

এই উপলক্ষে দ. কোরিয়া সহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার চীন, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়ার সাংবাদিকরা বেজিং থেকে উত্তর কোরিয়ার উয়োনসান নগরীতে রওনা দিয়েছে। সেখান থেকে তারা বাস ও ট্রেনে করে প্রায় ২০ ঘণ্টার যাত্রা শেষে পূর্ব উপকূলে ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন।

 

Related Posts

Leave a Reply