উইকিলিক্স কেলেঙ্কারিতে অভিযুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেফতার
কলকাতা টাইমসঃ
অবশেষে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করলো ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার ব্রিটেন এই কথা জানিয়েছে। ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানাচ্ছে, ২০১২ সালে ইস্যু করা একটি ওয়ারেন্ট কার্যকর করতে আদালতের নির্দেশে ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়।
২০১২ সাল থেকে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে রয়েছেন তিনি। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, অ্যাসাঞ্জকে যতদ্রুত সম্ভব ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।আপাতত তাকে লন্ডনের একটি জেলে নিয়ে যাওয়া হয়েছে।