রেস্টুরেন্ট থেকে বাঁচতে সটান সাগরে ঝাঁপ!
কলকাতা টাইমস :
এক ব্যক্তি ঝাঁপ দিলেন সমুদ্রে। মনে হতেই পারে, প্রচণ্ড ক্ষোভ-যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করতে চলেছেন। কিংবা প্রিয়জনের সঙ্গে অভিমান। এর কিছুই ঘটেনি। তিনি সামুদ্রিক খাবারের ৩৭৫ পাউন্ড বিল থেকে বাঁচতে সমুদ্রে দিলেন ঝাঁপ!
এই লোকটির নাম টেরি পেক। তাকে পরিচিতরা টুপেক নামেই চেনে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি বিলাসবহুল রেস্টুরেন্টে বসে পেটপুরে দামি খাবার সাবাড় করলেন। তিনি দুটো লবস্টার, একটি শিশু অক্টোপাস, ২১ ভদকা অয়েস্টার শটস আর করোনা বিয়ার্স খেয়ে ফেললেন। বিল আসলো ৩৭৫ পাউন্ডের মতো। কিন্তু এত পয়সা দেবেন না তিনি। বিল না দিয়েই দৌড় দিলেন রেস্টুরেন্ট থেকে। কিন্তু পুলিশের ধাওয়া থেকে কি আর বাঁচা যায়? কিন্তু ধরা পড়ার আগে তিনি জেট স্কির কাছে সাগরে ঝাঁপ দিলেন। কিন্তু সেখান থেকে উদ্ধার করল পুলিশ। অবশেষে চুরির অভিযোগের সঙ্গে যোগ হলো পুলিশকে বাধা দেওয়ার আরো দুটি অভিযোগ।
জানা গেছে পেক ইতিমধ্যে আরেক অপরাধে জামিনে রয়েছেন। তাই নতুন এ ঝামেলা থেকে বাঁচতে সাগরেই ঝাঁপ দিয়েছিলেন। ভেবেছিলেন, পালিয়ে বাঁচতে পারবেন।