January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম

জুন , ফিরবে কি ভাগ্যের চাকা ! 

[kodex_post_like_buttons]

 

মেষ : ধৈর্য ধরুণ। অনেক সময়ে চেষ্টা করেও লক্ষ্যে পৌঁছতে দেরি হয়। কিন্তু অসম্ভব কিছুই নয়। তাই এই সময়টা মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য ধরে এগোতে হবে আপনাকে।
বৃষ : নিডের সুখের জায়গা হয়তো আপনাকে ছেড়ে আসতে হবে। তবে নিজের দক্ষতা যেখানে বা যে কাজে রয়েছে সেটিকে কখনওই অবজ্ঞা করবেন না. আত্মবিশ্বাস বজায় রাখুন।
মিথুন: অনেক ধরনের অ্যাডভেঞ্চারের ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। নিজের পরিবারের সঙ্গে সময় কাটান বেশি করে। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ এই সময়ে আসতে পারে।
কর্কট: নিজের স্বপ্ন কে সফল করার সুযোগ আপনার কাছে আসতে চলেছে। এই সুযোগকে কোনওভাবেই হাতছাড়া করবেন না। যেটা চাইছেন খুব শিগগিরিই সেটা পাবেন।
সিংহ :এখন আপনি বহাল তবিয়াতে থাকবেন! নিজের বিষয়ে যতটা আত্মবিশ্বাসী আপনি ততটাই দুনিয়া আপনাকে ভরসা করে। ফলে আপনাকে নিজের জায়গা থেকে টলাবার ক্ষমতা কারোর নেই এখন।
কন্যা : মন খারাপ নিয়ে মুষড়ে পড়লে চলবে না! অনেক কাজ এখনও বাকি রয়েছে আপনার। ফলে এগিয়ে যান, আর বাকি থাকা কাজ সম্পন্ন করুন নতুন উদ্যমে।
তুলা:  আপনার মনে হতে পারে , আপনি একটু অস্বস্তিতে রয়েছেন। আসন্ন সময়ে আপনি উন্নতির পথে হাঁটবেন। যেকোনও কাজই গুরুত্ব সহকারে করুন।
বৃশ্চিক : আপনি যেমন স্বাধীনতা পছন্দ করেন তেমনই স্বাধীনতা আপনি পাবেন। নতুন চাকরি হোক বা নতুন কোনও উদ্য়োগ , সম্পর্ক আপনি স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন।
ধনু : আপনার সৃষ্টিশীল জগতে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। নিজের মনের কথা শুনে চলুন। বাইরের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। মনের কথা শুনে চললেই আসতে পারেন বড় সাফল্য।
মকর: জীবন পাল্টে দিতে পারে এমন এক প্রেমের সম্পর্কে জড়াতে চলেছেন আপনি! শুধু প্রেম নয়, এই সময়ে বন্ধুত্বও হতে পারে কোনও গুণী মানুষের সঙ্গে। যিনি আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছেন।
কুম্ভ :  কুম্ভ রাশির জাতক বা জাতিকারা জানেন যে কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। ফলে চিন্তাভাবনার কথা জেড়ে ফেলে আপনি মন ভালো করার কাজে লেগে পড়ুন! এই সময়ে হয়ে যেতে পারে নতুন প্রেমও !
মীন:  মীন রাশির জাতক জাতিকারা জেনে নিন, এইটাই আপনার সময়! আসন্ন সময়ে আপনার জীবন আরও উপভোগ্য হয়ে উঠবে। নিজের কাজ নিয়ে গর্ববোঝ করুন।

Related Posts

Leave a Reply