রাজ্যজুড়ে সমস্ত মেডিকেল কলেজে কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়ার ডাক্তারদের
কলকাতা টাইমসঃ
রাজ্যজুড়ে সমস্ত মেডিকেল কলেজে প্রতীকী কর্মবিরতির সিদ্ধান্ত নিলো জুনিয়ার ডাক্তাররা। আজ দু ‘ঘন্টার জন্য তারা চিকিৎসা পরিষেবা বন্ধ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS হাসপাতাল চত্বর। চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে চিকিৎসকদের বিরুদ্ধে। দু-পক্ষের হাতাহাতিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনদুই জুনিয়র চিকিৎসক।
ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র ডাক্তাররা। স্তব্ধ জরুরী বিভাগ। এই ঘটনায় অথৈ জলে পড়েছেন রোগীদের পরিবার। রোগীদের বিপাকে ফেলে আন্দোলন কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে এই ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তাররা। ডাক্তারদের মারধরের প্রতিবাদ স্বরূপ আপাতত তারা প্রতীকী কর্মবিরতি করবেন। সমস্যার সমাধান না হলে পরবর্তীকালে বড়সড়ো আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছেন তারা।