January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

শুধু বসে থাকার কারণে মরতে হয় সাড়ে ৪ লক্ষ মানুষকে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

জীবিকা বা রুটিরুজির তাগিদে দিনের অনেকটা সময় একটানা বসে কাটাতে হয়? তা হলে জেনে রাখুন আপনিও যে কোনও দিন ওই ৪%-র মধ্যে ঢুকে পড়তে পারেন, যাঁদের মৃত্যুর কারণ একটানা বসে কাজ বলে উল্লেখ করেছেন গবেষকরা।

ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটি ও স্পেনের জারাগোজার সান জর্জ ইউনিভার্সিটি যৌথ ভাবে গবেষণা করে জানিয়েছে, বিশ্বে মোট মৃত্যুর ৪%-র জন্য দায়ী একটানা বসে কাজ।
আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত ওই রিপোর্ট থেকে জানা যায়, বিশ্বের ৬০% মানুষ দিনের মধ্যে অন্তত তিন ঘণ্টা বসে কাটান। প্রাপ্তবয়স্করা ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ৪.৭ ঘণ্টা বসে কাটিয়ে দেন। মানুষজনের এই ইনঅ্যাক্টিভিটি বিশ্বের মোট মৃত্যুর ৩.৮ % ক্ষেত্রে দায়ী। অর্থাত্‍‌ বছরে ৪ লক্ষ ৩৩ হাজার মৃত্যুর জন্য দায়ীই হল বসে থাকা।

মৃত্যুহার সবচেয়ে বেশি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এরপর রয়েছে ইউরোপের একাংশ, পূর্ব ভূমধ্য অঞ্চল, আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া। লেবাননে সবচেয়ে বেশি ১১.৬% মানুষ মারা যান। এর পরেই রয়েছে নেদালল্যান্ড (৭.৬%) ও ডেনমার্ক (৬.৯%)। মৃত্যুহার সবচেয়ে কম মেক্সিকো (০.৬%) মায়ানমার (১.৩%) ও ভুটান (১.৬%)। কানাডা ও আমেরিকায় মৃত্যু হার যথাক্রমে ৪.৭ ও ৪.২ শতাংশ। ২০০২ থেকে ২০১১ পর্যন্ত ৫৪টি দেশের উপর এই সমীক্ষা চালানো হয়।

Related Posts

Leave a Reply