শুধু নীরব মোদী বা বিজয় মালিয়াই নন, গত বছরেই ভারত ছেড়েছেন ৫ হাজার ধনকুবের !
কলকাতা টাইমসঃ
শুধু নীরব মোদী বা বিজয় মালিয়াই নন, গত বছর ভারত ছেড়েছেন অন্তত পাঁচ হাজার ধনকুবের। বিশ্বজুড়ে দেশ ছেড়ে যাওয়া ধনকুবেরদের তালিকায় চীন এবং রাশিয়ার পরেই রয়েছে ভারত। কাদের বলা হচ্ছে ধনকুবের? যাদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ সাত কোটি টাকা বা তার বেশি তাদেরকেই রাখা হয়েছে ধনকুবেরদের তালিকায়।
পৃথিবীজুড়ে এই ধরনের বিত্তশালীদের সংখ্যা প্রায় দেড় কোটি। তার মধ্যে ভারতীয়দের সংখ্যাই হল তিন লক্ষ ২৭ হাজার। কিন্তু কেন দেশ ছাড়ছেন তারা? নিরাপত্তাহীনতার কারণেই তারা অন্যত্র চলে যাচ্ছেন, তেমনটাই জানা যাচ্ছে। নিরাপত্তাহীনতা বলতে বলতে তাদের ব্যাখ্যা, মহিলা ও শিশুদের নিরাপত্তা, জলবায়ু, পরিবেশ, শিক্ষার পরিকাঠামো, কাজের পরিবেশ, স্বাস্থ্য পরিষেবা, জীবনযাত্রার মান এবং ধর্মীয় উত্তেজনা। ‘গ্লোবাল ওয়েল্থ মাইগ্রেশন রিভিউ রিপোর্ট ২০১৯’ নামের একটি গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে।