জাস্ট বেঁচে গেলো পৃথিবী!

কলকাতা টাইমসঃ
জাস্ট, বেঁচে গেলো পৃথিবী! পৃথিবীর দিকে প্রবল বেগে ধেয়ে আসা ১৮১ ফুট দৈর্ঘের উল্কাখণ্ড অল্পের জন্য ফস্কে গেলো পৃথিবীকে। নাসা জানাচ্ছে, গত বৃহস্পতিবার সকালে পৃথিবীর সঙ্গে বিশাল এই উল্কাখণ্ডের সংঘর্ষ হওয়ার সময় অল্পের জন্য বেঁচে যায় পৃথিবী। উল্কাখণ্ডটির নাম ‘২০১৯ অন’। নাসা জানিয়েছে, এই সুবিশাল উল্কাখণ্ডটি পৃথিবীর দিকে ভারতীয় সময় অনুসারে ৬.৫৩ মিনিটে, প্রায় ঘন্টায় ১০ হাজার ৪০০ মাইল বেগে ছুটে আসে। জুলাইয়ের ৬ তারিখে, নাসার এক উপগ্রহে এই বিশালাকার উল্কাপিণ্ডের হদিস পাওয়া যায়। শেষপর্যন্ত পৃথিবীর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাওয়া সম্ভব হয়।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই উল্কাপিণ্ডের সঙ্গে যদি পৃথিবীর সংঘর্ষ হতো তাহলে ধ্বংস হয়ে যেত মানবজাতি। পৃথিবীর নানা প্রান্তে শুরু হয়ে যেত ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। যার মধ্যে রয়েছে সুনামি, ভূমিকম্পর মতন ঘটনা। মাধ্যাকর্ষণ শক্তির ফলেই বড়সর বিপদ থেকে রক্ষা পেলো এই নীল গ্রহ। চাঁদ ও পৃথিবার মাঝাখানে এখনও উল্কাখণ্ডটি রয়েছে। ফলে পৃথিবার মাথায় এখনও যে বিপদঘন্টা বাজছে, তা বলাই বাহুল্য।