নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে লাঞ্চে গিয়ে জরিমানার কবলে কর্মী !
কলকাতা টাইমসঃ
নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট আগে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন এক কর্মী। সেই অপরাধে কর্মীর একমাসের বেতন কেটে নিল সংস্থা। অবশ্য একবার নয়, ৭ মাসে ২৬ বার এই কাজ করেছিলেন সেই কর্মী। এমনটাই ঘটেছে জাপানের একটি সংস্থায়।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের নিয়ম অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কর্মীরা মধ্যাহ্নভোজ সারতে পারেন। কিন্তু সেই কর্মী দিনের পর দিন নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই বেড়িয়ে যেতেন। তাকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু একই কাজ করে যাচ্ছিলেন তিনি। তাই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে ওই কর্মীকে। সংস্থার তরফে হিসেবে কোষে দেখানো হয়েছে সাতমাসে ৫৫ ঘণ্টা সময় ওই কর্মী অফিসে অনুপস্থিত ছিলেন।