বান্ধবী হাইলে বল্ডউইনকে এনগেজমেন্ট রিং দিয়ে বিয়ের প্রস্তাব জাস্টিন বিবার !

কলকাতা টাইমসঃ
গতকাল বাহামায় বান্ধবী হাইলে বল্ডউইন এর সাথে এনগেজড হলেন তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার। জানা যায়, বাহামার রিসোর্টে যখন অভ্যাগতরা সালশার ছন্দে নাচছিলেন তখন ২৪ বছর বয়সী শিল্পীর নিরাপত্তারক্ষীরা উপস্থিত সকলের সেলফোন সরিয়ে রাখতে বলেন। এর পর সবার সামনেই সুপার মডেল ও টিভি সেলিব্রিটি হাইলে বল্ডউইনকে বিয়ের প্রস্তাব দেন বিবার।
সূত্রের খবর, ওঁরা একে অন্যকে অনেক আগে থেকেই চেনেন-জানেন। আর এ বিষয়টি নিয়ে বিবার গত কয়েক সপ্তাহ ধরে বেশ আনন্দিত ছিল। বিষয়টি নিয়ে জাস্টিন বিবারের বাবা জেরেমি বিবারও বেজায় খুশি। তিনি আজ সকালে একটি ইনস্টাগ্রাম পোস্টে জাস্টিনের ছবি শেয়ার করে লেখেন, খুব বেশি কিছু বলার নেই। এর পরের ঘটনার জন্য খুব এক্সইটেড।