সিরি-আ থেকে বহিষ্কারের হুমকি সুপার লীগে অনড় জুভেন্টাসকে
কলকাতা টাইমসঃ
সুপার লীগ নিয়ে কার্যত কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে বিশ্ব ফুটবলের আঙিনায়। বিশ্বের সেরা ১২ টি ক্লাব সুপার লীগ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলো। বিশ্ব ফুটবলের বর্তমান নিয়ামক সংস্থা ফিফার রক্তচক্ষুর সামনে সুপার লীগ থেকে মুখ ফিরিয়ে নেয় ৯ টি ফুটবল ক্লাব। ফিফা এবং উয়েফার হুমকির মুখেও বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ এবং জুভেন্টাস এখনো সুপার লীগের পক্ষেই অনড় রয়েছে।
ঠিক সেই কারণে জুভেন্টাসকে এবার সরাসরি হুমকি দিয়ে বসলো ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এই বিদ্রোহী লিগ না ছাড়লে জুভেন্টাসকে সিরি আ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়ে দিলো তারা। ইতালির এই ফুটবল সংস্থার প্রধান গাব্রিয়েলে গ্রাভিনা জানান, জুভেন্টাস যদি এখনও সুপার লিগের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তারা সিরি আয় অংশ নিতে পারবে না।