November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হাজার মানে ‘K’, কেন জানেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টাকা আমাদের সকলের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই লক্ষ করেছেন হাজার টাকা বোঝাতে গেলে আমরা অনেকেই ‘কে’ অক্ষরটি ব্যবহার করি। যেমন কারও মাইনে যদি ৩০ হাজার হয় তাহলে লেখা থাকে ‘৩০কে’। কিন্তু জানেন কি কোথা থেকে এল এই ‘কে’?

গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন।

ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী ১০০০ প্রচলিত হয়ে যায়। কিন্তু ১০০০-ও খুব বেশি দিন একই ভাবে টিকে থাকতে পারেনি। ১০০০ লিটার, ১০০০ গ্রামের বদলে ক্রমে প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন শব্দগুলি। এই শব্দগুলি অনেকটাই বড়। সময় বাঁচাতে তাই ‘কে’ লেখা শুরু হয়। এতে ১০,০০০ হয়ে যায় ‘১০কে’, ২০,০০০ হয়ে যায় ‘২০কে’। আর তখন থেকেই হাজার বোঝাতে ‘কে’-এর প্রচলন শুরু হয়।

Related Posts

Leave a Reply