হাজার মানে ‘K’, কেন জানেন?
কলকাতা টাইমস :
টাকা আমাদের সকলের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই লক্ষ করেছেন হাজার টাকা বোঝাতে গেলে আমরা অনেকেই ‘কে’ অক্ষরটি ব্যবহার করি। যেমন কারও মাইনে যদি ৩০ হাজার হয় তাহলে লেখা থাকে ‘৩০কে’। কিন্তু জানেন কি কোথা থেকে এল এই ‘কে’?
গ্রিক শব্দে হাজার অর্থ ‘কিলিওই’। অর্থাৎ ১০০০ বোঝানোর জন্য গ্রিকরা ‘কিলিওই’ ব্যবহার করতেন। পরে এই এককটি ব্যবহার করতে শুরু করেন ফরাসিরাও। ফরাসিদের হাতে এসে গ্রিক শব্দ ‘কিলিওই’ বদলে হয়ে যায় ‘কিলো’। ক্রমে মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন ফরাসিরা। ‘কিলো’কে ১০০০ হিসাবে লিখতে শুরু করেন।