অজয়কে নিয়ে এমন অদ্ভুত প্রশ্নও শুনতে হল কাজলকে
নিজের আগামী ছবির প্রমোশনে ব্যস্ত কাজল। কিন্তু তারমধ্যেই কাজলকে যে প্রশ্নের মুখোমুখি হতে হল, তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন বলিউড অভিনেত্রী কাজল। সেখানে স্বামী অজয় দেবগণকে নিয়ে প্রশ্ন করা হয় কাজলকে। এক মহিলা ভক্ত কাজলকে হঠাৎ প্রশ্ন করে বসেন, ‘আমি আপনার স্বামীর একজন বড় ভক্ত। আমার জন্য আপনি কি অজয় দেবগণকে ছেড়ে দিতে পারবেন?’
অজয়ের সেই মহিলার ভক্তের এই প্রশ্ন শুনে অবাক হয়ে যান কাজল। তিনি সপাটে জানিয়ে দেন, কোনভাবেই তিনি তার জন্য অজয় দেবগণকে ছাড়তে পারবেন না। তবে বেশ হেসেই উত্তর দেন কাজল।