রামেস্বরামের মন্দিরে দেবাদিবের জায়গায় স্থান পেলেন কালাম
কলকাতা টাইমসঃ
মন্দিরের চূড়ায় বা ওপারের দিকের ভাস্কর্যে সাধারণত মহাদেবের ছবি স্থান পায় কারণ তাঁকে দেবাদিদেব অর্থাৎ সকল দেবতা থেকে বদ হিসেবে পুজো করা হয়। আবার অনেক মন্দিরে সাধারণত নানান দেব -দেবী , পশু-পাখি বা প্রাকৃতিক দৃশ্যই বর্ণিত থাকে। কিন্তু এমন এক মন্দিরও পাওয়া গিয়েছে যার ওপরের ভাস্কর্যে রয়েছে ভারতের ‘মিসাইল ম্যান’ তথা প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদের ছবি। অবাক হলেন তো! ঠিক এমনি অবাক ও অভিভূত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহঃ কাইফ। তামিলনাড়ুর রামেশ্বরমের এক মন্দিরের এই ছবিতে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার মহঃ কাইফ।ছবিটি দেখে তিনি এতটাই মুঘ্ধ যে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন। তিনি লিখেছেন, কালাম এমন একজন ব্যক্তি যিনি সবাইকেই অনুপ্রাণিত করেন। ছবিটি তামিলনাড়ুর রামেশ্বরমের এই মন্দিরে দেশের সর্বোচ্চ পদে থাকা রাজনীতিক ব্যক্তিত্ব তথা বিজ্ঞানসাধকদের মূর্তি সত্যিই প্রশংসার দাবি রাখে।