কণিকা কাপুরের প্লাজমা রিজেক্ট !
কলকাতা টাইমসঃ
কণিকা কাপুরের প্লাজমা রিজেক্ট করে দিলো হাসপাতাল কতৃপক্ষ। সম্প্রতি করোনা মুক্তির পর গবেষণার জন্য প্লাজমা দান করার ইচ্ছা প্রকাশ করেন বলিউডের এই বিতর্কিত তারকা। প্রসঙ্গত, প্লাজামা দাতার রক্তে হিমোগ্লোবিনের নূন্যতম মাত্রা থাকা দরকার ১২.৫ গ্রাম। শরীরের ওজন ৫০ কেজির বেশি থাকতে হয়। উক্ত ব্যক্তির সুগার, হৃদরোগ, ম্যালেরিয়া বা সিফিলিস এই ধরনের রোগের ইতিহাস থাকা চলবে না।
তবে এর মধ্যে ঠিক কোন কারণে ‘কিং জর্জস মেডিকেল ইউনিভার্সিটি’ তার প্লাজমা রিজেক্ট করে তা জানা যায়নি। গত ১৫ মার্চ লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন পার্টিতে ঘুরে বেড়াতে দেখা যায় করিনাকে। এই অভিযোগে তার বিরুদ্ধে ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারায় মামলা দায়ের করে লখনউ পুলিশ।