করাচি উত্তাল স্বাধীনতার দাবিতে ! চাপে ইমরান
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে এবার স্বাধীন রাজ্যের দাবি নিয়ে উত্তাল হয়ে উঠলো করাচি।কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের পরেই ‘গ্রেটার করাচি’র দাবি নিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে শুরু করলো সেদেশের সংখ্যালঘুরা। করাচির স্বায়ত্তশাসনের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে ‘অনাবাসী’ নামের একটি সংগঠন।
সংগঠনের দাবি, পাকিস্তান আগে দেশের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করুক। এই সংগঠনের নেতা নাদিম নুসরাত পাকিস্তান থেকে বিতাড়িত। আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর দাবি, কাশ্মীরিদের হয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই পাকিস্তানের। তিনি বলেন, ‘দেশের সংখ্যালঘু মোহাজির, বালোচ, পাশতুন ও হাজারা গোষ্ঠীর জন্য নিরাপত্তা সুনিশ্চিত করুক পাক সরকার।’ করাচি ছাড়াও পাকিস্তানের আরো কিছু অঞ্চল একই ভাবে স্বায়ত্তশাসনের দাবি করছে।