কাশ্মীর ভারতের: জানিয়ে দিলো পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
কাশ্মীর ভারতের। স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নিলো! জাতিসংঘের একটি অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সামনে তেমনটাই জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জেনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন তিনি।
মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তাই যদি হয়, তা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? ভারত সরকার সেখান থেকে কার্ফু উঠিয়ে নিলেই আসল সত্যিটা পরিষ্কার হবে।” জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য বলে উল্লেখ করার পর ইতোমধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ শুরু হয়ে গিয়েছে।