কাশ্মীর: উঠে গেলো ৩৫এ এবং ৩৭০ ধারা !
কলকাতা টাইমসঃ
কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো মোদী সরকার। জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো ৩৫এ এবং ৩৭০ ধারা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ এই বিজ্ঞপ্তি জারি করে। সরকারের বক্তব্য ভারতীয় সংবিধানের বিপরীতপন্থী ছিলো এই আইনগুলি।তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংবিধানকে কিছুটা পাস্ কাটিয়ে এই বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন কাশ্মীরের মানুষকে।
এই ধারা বিলোপের সাথে সাথে বিশেষ রাজ্যের মর্যাদা হারালো জম্মু-কাশ্মীর। এতদিন অন্য কোনো রাজ্যের বাসিন্দারা কাশ্মীরের কোনো প্রপার্টি যেমন জমি বাড়ি কিনতে পারতো না ,সেই বাধা এবার দূর হলো একই সঙ্গে সেখানে ভারতীয় দন্ডবিধি প্রয়োগের বাধাও এখন থেকে দূর হলো। এতদিন সেখানে চলতো আলাদা আইন। সরকারের দাবি এর মাধ্যমে অখন্ড ভারতের ক্ষেত্রে বেশ কয়েক কদম দেশ।