হোয়াইট হাউজে কাশ্মীরি কন্যে
কলকাতা টাইমসঃ
আরও এক ভারতীয়। এবার এক কাশ্মীরি কন্যা গুরুত্বপূর্ণ স্থান পেলেন হোয়াইট হাউজে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডিজিটাল টিমের শীর্ষ পদে বসানো হয়েছে কাশ্মীরের কন্যা আয়েশা শাহকে। হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজির পার্টনারশিপ ম্যানেজারের পদে নিযুক্ত করা হয়েছে তাকে। শুরুটা হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট করা দিয়ে। আরেক ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেলকেও হোয়াইট হাউসের সহকারি প্রেস সচিবের পদে নিয়োগ করেছেন বাইডেন।
জানা গেছে, কাশ্মীরে জন্ম হলেও আয়েশার বেড়ে ওঠা এবং পড়াশোনা আমেরিকার লুইজিয়ানাতে। প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের শিবিরেই ছিলেন আয়েশা। সামলেছেন গুরুদায়িত্ব। জানা যাচ্ছে, ১১ জনকে নিয়ে নিজের ডিজিটাল টিম গড়েছেন বাইডেন।