ক্যাটরিনার আবদার পুরো না করতে পেরে হাতে ট্রে হাতে ওয়েটার হবেন ভিকি

বছর দু’য়েকের সুখের ঘরকন্না। কাজের পাশাপাশি দারুণভাবে ব্যক্তিগত জীবনও ব্যালেন্স করছেন। তাঁদের সুখী দাম্পত্যের মুচমুচে গল্প মাঝেমধ্যেই শোনা যায়। এবার সেরকমই এক ঘটনার কথা ফাঁস করলেন ভিকি কৌশল। ক্যাটরিনা নাকি তাঁর কাছে আবদার করেছিলেন, বাড়িতেই একটা পানশালা তৈরি হোক। স্ত্রীর কথা শুনে বার কাউন্টারের দাম পরখ করে দেখছিলেন ভিকি। তবে সেই দাম দেখে অভিনেতার কপালে হাত পড়ে! তৎক্ষণাৎ নাকচ করে দেন ক্যাটরিনার এমন প্রস্তাব।
কিন্তু তাই বলে এত সহজেই স্ত্রীয়ের আবদার থেকে পার পেয়ে যাবেন? পরক্ষণেই ক্যাট-সুন্দরীর মান ভাঙাতে ফন্দি আঁটেন ভিকি। বলেন, “বার কাউন্টার কেনার থেকে প্রয়োজনে আমিই ট্রে হাতে পানীয় পরিবেশন করে দেব তোমাকে।”