February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ক্যাটরিনার আর তিন খান, কি বলছে অভিজ্ঞতা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

লিউডের খুব কম অভিনেত্রীদেরই এমন সৌভাগ্য হয় যে, তাঁরা তিন খানের বিপরীতেই নায়িকার চরিত্রে অভিনয় করবেন। সেই কমসংখ্যক অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফকেই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, বলিউডের তিন খানের বিপরীতেই তো আপনি অভিনয় করেছেন, কার সম্পর্কে কী বলবেন?

এই প্রশ্নের উত্তরে সালমান খান সম্পর্কে ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘সালমান খুবই শক্তিশালী মানুষ। ও সবসময় চায় নিজেকে সবার কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে। ওকে দেখে বোঝা যায় না, সালমান ঠিক কী ভাবছে। শারীরিক শক্তি আর চুপ থাকাটাই সালমানের সবথেকে ইতিবাচক দিক।’

এরপর শাহরুখ খান প্রসঙ্গে ক্যাটরিনার মন্তব্য, ‘শাহরুখ খান খুবই জ্ঞানী মানুষ। ও কথা বলে একেবারে কবিদের মতো। আর অবশ্যই বলতে হবে এসআরকের এনার্জির কথা। মানুষটা কখনও ক্লান্ত হয় না।’

সবশেষে ক্যাটরিনা বলেছেন আমিরের খানের কথা। ক্যাটরিনা বলেন, ‘আমিরের মতো প্রস্তুতি কাউকে নিতে দেখি না। যেমন শারীরিকভাবে। তেমনই মানসিকভাবে। কাজের প্রতি শাহরুখের যে একাগ্রতা, তা আর কারও মধ্যে নেই।’

Related Posts

Leave a Reply