November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ট্রুকলারে নিজেকে গোপন রাখুন এই ভাবে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

ট্রুকলারে নিজেকে গোপন রাখুন এই ভাবে

১, ট্রুকলার অ্যাপটি লগ ইন করার পরই কোণে একটি People আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করে সেটিংয়ে যান। সেখানে About -এ ক্লিক করলেই পাবেন Deactivate অপশনটি। সেটি ক্লিক করলেই কাজ শেষ।

২, একইভাবে ট্রুকলার অ্যাপে ঢুকে লগ ইন করুন। এবার gear আইকনে ক্লিক করুন। এরপর About ট্রুকলার বেছে নিয়ে স্ক্রল ডাউন করুন। সেখানেই Deactivate অপশন পাবেন। সেটি ক্লিক করলেই কেল্লাফতে।

৩, ট্রুকলারের Unlist পেজে গিয়ে নিজের মোবাইল নম্বর ও দেশের কোড নম্বর লিখতে হবে। তারপর কেন আপনি নাম সরাতে চান তা জানাতে হবে। ‘Captcha’-টি ভেরিফাই করে Unlist অপশনে ক্লিক করুন। তাহলে আর কোনওভাবেই আপনার পরিচয় খুঁজে পাওয়া যাবে না এই অ্যাপের মাধ্যমে।

Related Posts

Leave a Reply