এদের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের পাস কেজরিওয়ালের
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ডিটিসি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার জন্য শ্রমিকদের বার্ষিক ডিটিসি পাস দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি সরকার । দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল আরও জানান, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে কোচিং-এর সুবিধেও দেওয়া হবে। মহিলাদের জন্য বিনামূল্যে ডিটিসি বাসে যাতায়াতের সুবিধে আগেই ঘোষণা করয়েছে আপ সরকার। এবার দিল্লির শ্রমিকদের জন্য বড় ঘোষণা করা হল।
রাজধানী দিল্লিতে সমস্ত নথিভুক্ত শ্রমিকদের বিনামূল্যে বাসে যাতায়াতের পাস দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংশ্লিষ্ট বিভাগগুলিকে এই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রত্যেক শ্রমিককে বিনামূল্যে বাস পাস দেওয়ার ব্যবস্থা করতে। নির্মাণ শ্রমিকদের মধ্যে রয়েছেন মিস্ত্রি, শ্রমিক, মালবাহক, চিত্রকর, কামার, রক্ষী, ছাড়াও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অন্যান্যরাও।এখনও পর্যন্ত দিল্লিতে ১৩.৪ লক্ষ নথিভুক্ত নির্মাণ শ্রমিক রয়েছে।