January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

তিন বছরে কেজরিওয়ালের চায়ের খরচ ১ কোটি ৪ লক্ষ !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিস তিন বছরে চা আর স্ন্যাকসের পিছনে প্রায় ১ কোটি ৪ লক্ষ টাকা খরচ করেছে বলে জানা গেছে। চলতি মাসে তথ্য জানার অধিকার আইনে এক ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই তথ্য উঠে এসেছে।

আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার আগে পর্যন্ত বাৎসরিক এই খরচ ছিল ১১.‌৯৯ লক্ষ টাকা। হেমন্ত সিং গাউনিয়া নাম এক ব্যক্তি কেজরিওয়ালের অফিসের চা–স্ন্যাক্সের খরচ জানতে আরটিআইয়ে মামলা করেন। সেখানে দেখা যায়, ২০১৫–১৬ আর্থিক বছরে এই খরচ বেড়ে দাঁড়ায় ২৩.‌১২ লক্ষ টাকায়। আর ২০১৬–১৭ আর্থিক বছরে খরচ বেড়ে দাঁড়ায় ৪৬.‌৫৪ লক্ষ টাকা। ২০১৭–১৮ আর্থিক বছরে এখনও পর্যন্ত শুধু মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চা ও স্ন্যাক্স বাবদ খরচ হয়েছে ৩৩.‌৩৬ লক্ষ টাকা।

দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও হেমন্ত সিং গাউনিয়া বলেন, ‘‌এই খরচ নিয়ন্ত্রণ করা দরকার। আর সেই টাকা বাঁচিয়ে তা গরিব হাঁসের উপকারের জন্য ব্যয় করা হোক। আমি আশা করি সরকার একটা ভাল পদক্ষেপ গ্রহণ করবে।’‌

 

Related Posts

Leave a Reply