November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

সাবধান : গালের এই ভয়ঙ্কর সংক্রমণে একদিনে ১৯০ শিশু আক্রান্ত 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :  
মাম্পস সাঙ্ঘাতিকভাবে ছড়িয়ে পড়েছে কেরলে। প্রতি বছরই সিজন চেঞ্জের সময় মাম্পসের সংক্রমণ দেখা দেয়। তবে কেরলের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এ বছর ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ১৯০। ঘরে ঘরে সংক্রমিত শিশুরা। জরুরি অবস্থায় শিশুদের টিকাকরণ কর্মসূচী চালু করছে কেরল সরকার।

কেরলের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এক মাসে মাম্পসে আক্রান্ত ২ হাজারের বেশি। রাজ্যের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জরুরি অবস্থা জারি করেছে। উত্তর কেরলের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে মাম্পস। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মাল্লাপুরম জেলায়।

করোনার মতোই অত্যন্ত সংক্রামক মাম্পস। রুবেলাভাইরাসের পরিবারের অন্তর্গত প্যারামিক্সো ভাইরাস এই রোগের কারণ। মাম্পস সম্পর্কে নিশ্চিত হতে সেরোলজি বা এসভি অ্যান্টিজেন টেস্ট করে নেওয়া দরকার।

করোনার মতোই পলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই অসুখ। ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দেয়। ধূম জ্বর, মাথার যন্ত্রণা, গা-হাত-পা ব্যথা, জ্বর আর সামগ্রিক দুর্বলতা দিয়ে মাম্পসের সূত্রপাত হয়।

Related Posts

Leave a Reply