February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

দেবের ছবিতে লাথি ! প্রতিবাদ রুক্কিনির 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেব এবং জিৎ ভক্তদের মধ্যে ঘটা গন্ডগোলের জেরে এবার দেবের ছবিতে লাথি মারার ঘটনা ঘটলো। আর সেই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানালেন রুক্মিণী মৈত্র। ঈদ উপলক্ষে বুধবার মুক্তি পেয়েছে দেবের ‘কিডন্যাপ‘ এবং জিতের ‘শেষ থেকে শুরু‘। ছবি দেখতে গিয়ে দেব ও জিতের ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল পুলিশ।

৫ জুন বসুশ্রী সিনেমা হলে এই হাতাহাতির ঘটনার দিন দুয়েক কাটতে না কাটতেই ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে এক জিৎ-ভক্তকে দেখা গিয়েছে দেবের ছবিতে লাথি মারতে। এমনকী, বাচ্চা ছেলেদেরও ইন্ধন যোগানো হচ্ছে দেবের ছবিতে লাথি মারার জন্য। সেই ভিডিওটি টুইট করে প্রতিবাদ জানান রুক্মিণী। তিনি লেখেন, আমাদের মানবতা বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ। আমরা ভদ্রতা, সভ্যতা ভুলে যাচ্ছি। দয়া করে বাচ্চাদের ইন্ধন জোগাবেন না। নতুবা ভবিষ্যতে আমাদের সমাজ এবং দেশ অন্ধকারের দিকে এগোবে।

Leave a Reply