সাধারণ মানুষকে কিডন্যাপ করে, তাদের ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক ডাকাতি
কলকাতা টাইমসঃ
পথচলতি সাধারণ মানুষকে কিডন্যাপ করে, তাদের ঢাল হিসেবে ব্যবহার করে একের পর এক ডাকাতি করে চম্পট দিলো ডাকাতদন। অভিনব এই অপরাধের সাক্ষী থাকলো ব্রাজিলের আরাকাতুবা শহরের মানুষজন। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ ব্রাজিলের এই ঘটনা আপাতত আলোচনার কেন্দ্রে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ছাদে এবং বনেটে সাধারণ মানুষদের বেঁধে রেখে ডাকাতির পর পালিয়ে যাচ্ছে ডাকাতদল।
পুলিশের হামলার হাত থেকে বাঁচতেই এই অভিনব পন্থা নিয়েছিল জনা পঞ্চাশের ওই দুষ্কৃতী দলটি। পুলিশের অনুমান ডাকাতির আগে বেশকিছু সাধারণ মানুষকে বন্দি করেছিল ডাকাতদলটি। কৃতকার্যের পর মূলত পালানোর সময় তাদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়। এভাবে পর পর তিনটি ডাকাতি করে ওই দুষ্কৃতীরা। গতকাল অর্থাৎ সোমবার পুলিশের নাকের ডগার ওপর দিয়েই ঘটে গেলো এই আজব ঘটনা।